নোয়াখালীর জেলা শহর মাইজদীতে আওয়ামী লীগের নাশকতা বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ জুলাই) বিকেলে দেশব্যাপী বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ ও জামাত শিবির নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে অভিনন্দন জানিয়ে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে সড়কে এই কর্মসূচি পালন করা হয়।
প্রবীণ জেলা আওয়ামীলীগ নেতা ছায়দুল ছাদুর সভাপতিত্বে সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান নাছের সঞ্চালনায় সমাবেশ বক্তব্য রাখেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ সাবেক নেতা বীর মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ শাহজাহান, কবিরহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মো.ইব্রাহিম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, কবিরহাট পৌরসভার ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান প্রমূখ।