ইসমাইল হানিয়ার শেষকৃত্যে সমবেত শোকার্তরা এই হত্যার প্রতিশোধ নেয়ার অঙ্গিকার করেছ। তেহরানের কেন্দ্রস্থলে সমবেত শোক পালনকারীরা এই হত্যার প্রতিশোধ নেয়ার আহ্বান জানিয়ে ইরান ও
তার আঞ্চলিক মিত্ররা বৃহস্পতিবার হামাস এবং হিজবুল্লাহ নেতাদের হত্যার জন্য প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে। হামাস ও হিজবুল্লাহ নেতাদের হত্যার ঘটনায় আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।
যে মুহূর্তে ইসরায়েল - ফিলিস্তিন শান্তি আলোচনা হওয়ার সম্ভাবনা দেখা দিল, সে মুহূর্তে ঘটলো এ হত্যাকান্ড।তেহরানে বৃহস্পতিবার হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার শেষকৃত্যে বিপুল সংখ্যক জনতা যোগ দিয়েছে। ইসমাইল হানিয়া বুধবার ভোরে এক হামলায় নিহত হন।হামাস ও ইরান এই হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করেছে। ইসরায়েল এখনো এনিয়ে কোনো মন্তব্য করেনি।
হানিয়ার মৃতদেহ কাতারে নিয়ে যাওয়া হয়েছে।
হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ, শেষকৃত্যে ভাষণে বলেছেন, ইসরায়েল এবং ‘যারা এহত্যাকান্ড ঘটিয়েছে তাদের অবশ্যই আমাদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করতে হবে’। লেবাননে হিজবুল্লাহ নেতা ফুয়াদ শুকরকে হত্যার কয়েক ঘন্টার মধ্যে হানিয়াকে হত্যা করা হয়েছে।ইসরায়েলকে উদ্দেশ্য করে হাসান নাসরুল্লাহ বলেছেন-আপনারা লাল রেখা অতিক্রম করেছেন। ফুয়াদ শুকর দক্ষিণ বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত হন।ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন-ইসরায়েল প্রতিরক্ষামূলক এবং আক্রমণাত্মক উভয় পরিস্থিতির জন্য সব সময় প্রস্তুত রয়েছে।যারা আমাদের উপর হামলা করবে, আমরা প্রতিশোধে আক্রমণ করব।
হিজবুল্লাহর ঘনিষ্ঠ একটি সূত্র জানান, ইরানের কর্মকর্তারা তাদের পরবর্তী পদক্ষেপ নিয়ে তেহরানে জরুরি ভিত্তিতে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোকে নিয়ে বৈঠক করেছেন।