
চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন বলেছেন, একটি আত্মমগ্ন ও আত্মকেন্দ্রীক একমুখী অপরিনামদর্শী প্রজন্মের হাতে কখনো জাতির ভবিষ্যৎ নিরাপদ হতে পারে না। সর্বোপরি এ বিপতগামী প্রজন্ম যতই মেধাবী হউক না কেন তারা যদি নিজেকে নিয়ন্ত্রণ ও আত্মসংযমের সীমারেখা অতিক্রম করে তা হলে বুঝতে হবে এদের বিবেক-বুদ্ধি অশুভ শক্তির দ্বারা ছিনতাই হয়ে গেছে। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের যে যৌক্তিতা সরকার ও সচেতন জনগণ স্বীকার ও স্বীকৃতি প্রদানের পরও এখানো যারা অশান্তি ও অরাজগকতার বীজকে অন্তরে পুষে ১৭ কোটি মানুষের ভাগ্য ও অধিকার নিয়ে চিনিমিনি খেলেতে চায় তাদেরকে একদিন অবশ্যই আসামী কাটগড়ায় দাঁড়াতে হবে। তিনি শনিবার বিকেল ৩টায় ছাত্র অন্দোলনকে পূঁজি করে দেশব্যাপী সংঘটিত ধ্বাংসাত্মক ব্যাপক নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে নগরীর জামালখানস্থ প্রেস ক্লাবে সমাবেশে একথা বলেন। তিনি আরো বলেন, বিএনপি-জামাত ও শিবির চক্র দেশকে ধ্বংসের পথে ঠেলে দিয়ে কয়েক কোটি মানুষকে রুটি-রুজি রোজগারহীন করে দিয়েছে। তারা সাধারণ মানুষের ভাগ্যকে ছুরিকাঘাত করছে। তারা ভাগ্যহীন মানুষের পাশে কখনো ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। একাত্তরের পরাজিত স্বাধীনতা বিরোধী প্রেতাত্তারারা দেশ ও জাতিকে ধ্বংসের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তাই এই অপশক্তিকে নির্মূল করার জন্য সকল দেশপ্রমিক রাজনৈতিক ও সামাজিক শক্তিসহ সাধারণ মানুষকেই চেতনায় রুঁখে দাঁড়াতে হবে। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, কাউন্সিলর নিলু নাগের সঞ্চলনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন হাসিনা আক্তার টুনু, শারমিন ফারুক, আফরোজা কালাম, মহিলা কাউন্সিলর তসলিমা নূরজাহান রুবি, আনজুমান আর আনজু, রোজি আকতার, জহুরা বেগম, পান্না আকতার প্রমুখ।