প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন -কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় সারা দেশে আটক সকল শিক্ষার্থীকে ছেড়ে দেওয়ার নির্দেশনা দিয়েছি।এসময় কোটা সংস্কার নিয়ে আন্দোলন করা শিক্ষার্থীদের সঙ্গে সংলাপের আহ্বানও জানান তিনি।
পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে গণভবনে বৈঠকে বলেন, শিক্ষার্থীদের জন্য গণভবনের দরজা খোলা।
চলমান পরিস্থিতিতে পেশাজীবী সমন্বয় পরিষদের নেতৃবৃন্দের সাথে বৈঠকে বলেন - ছাত্রদের সব দাবি মেনে নিয়েছি।তারপরও কেন এ আন্দোলন? আর কোন সংঘাত নয়,সংহিতা নয়। আমরা শান্তি চাই। এরপর সাংস্কৃতিক কর্মীদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রীর।