দেশের জনগণকে অস্বাভাবিক ও অরাজক পরিস্থিতি থেকে উদ্ধার আন্দোলনে সম্পৃক্ত সকল ছাত্র-জনতার বিজয়ে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মতিন ও মহাসচিব অধ্যক্ষ স উ ম আবদুস সামাদ।
বিবৃতিতে তাঁরা বলেন, এ বিজয় ছাত্র-জনতার। শুরু থেকেই ফ্যাসিবাদী হাসিনা সরকারের জুলুম-নির্যাতন এবং হত্যার শিকার হয়ে ৪ শতাধিক ছাত্রের রক্তের বিনিময়ে অর্জিত এ বিজয় স্বাধীনতার পরবর্তী প্রজন্মের জন্য অনন্য উদাহরণ হয়ে থাকবে। আমরা শহীদদের আত্মার মাগফিরাত এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। মনে রাখতে হবে তাঁদের রক্ত বৃথা যায়নি। এ আন্দোলনে যারা মৃত্যূ বরণ করেছেন তাঁরা জাতীয় বীর।
নেতাদ্বয় আরও বলেন, শুরু থেকেই কোটা সংস্কার আন্দোলনের সাথে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সমর্থন এবং ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা মাঠে ছিল। তাঁদের যৌক্তিক ১ দফা দাবীর সাথেও যুগপথ আন্দোলনে সম্পৃক্ত ছিল। নেতৃবৃন্দ ছাত্র-জনতাকে দেশের মানুষের জান-মাল রক্ষা এবং শান্ত থাকার জন্য বিনীত আহবান জানান।