দেশের বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে রাজধানী টাকা সহ দেশের বিভিন্ন পুলিশ স্টেশনের অভ্যন্তরীন নিরাপত্তা এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব প্রদান করা হয়েছে।
এছাড়া ডিএমপি ও সিএমপি’র ট্রাফিক কন্ট্রোলের দায়িত্বও পালন করছে আনসার ব্যাটালিয়ন,ইতোমধ্যে চট্টগ্রাম শহরের গুরুত্বপূর্ন ১২ টি পয়েন্টে ৪০ জন সন্ধা থেকে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে নগরীর সিটি গেইট, একে খান, অলংকার ,সাগরিকা মোড়, বড়পুল, আগ্রাবাদ বাদামতলী মোড়, ঝাউতলা রেলগেট,ওমেন কলেজ , জিইসি , দামপাড়, টাইগারপাস ও নিউমার্কেট মোড়ে ইতোমধ্যে ৪০ জন ব্যাটালিযন আনসার দায়িত্ব পালন করছেন।