অবশেষে বন্দর নগরী চট্টগ্রাম স্বাভাবিক হতে চলেছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে নগরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান ঘুরে দেখা যায় এমন চিত্র। তবে সড়কে অফিসগামী মানুষের আধিক্য বাড়লেও গণপরিবহন ছিল অন্যান্য দিনের তুলনায় কম। ফলে ভোগান্তি সঙ্গে করে গন্তব্যে ছুটতে হয়েছে কর্মজীবি মানুষকে।
সরেজমিনে দেখা গেছে, নগরের মোড়ে মোড়ে দাঁড়িয়ে চিলেন অফিসগামী যাত্রীদের। গণপরিবহন কম থাকায় অতিরিক্ত ভাড়ায় গন্তব্যে যাত্রা করেন অনেকে। নগরের ষোলশহর এলাকার বাসিন্দা জয়নাল আবেদিন বলেন, অফিস যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছি। রাস্তায় গণপরিবহনের পরিমাণ কম। যা পাওয়া যাচ্ছে তাও ভাড়া বেশি দাবি করছে। তবে পরিস্থিতি শান্ত রয়েছে।এদিকে, অফিস আদালত খুললেও উপস্থিতি কম দেখা গেছে। এছাড়া, স্কুল কলেজেও ছিল না শিক্ষার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি।