
ট্রাফিক ব্যবস্থাপনা,পরিষ্কার পরিচ্ছন্নতা ও শিক্ষার্থীদের হাতের ছোঁয়ায় সেজে উঠছে বোয়ালখালী উপজেলা। শনিবার সকাল থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে উপজেলা সদরের বিভিন্ন দেয়ালে গ্রাফিতি অঙ্কন করতে দেখা যায়। এসব গ্রাফিতিতে বৈষম্য-স্বৈরাচার বিরোধী, গঠনতন্ত্র পুনর্গঠন, অসাম্প্রদায়িক বাংলাদেশ নিমার্ণের চাওয়া ও জানা-অজানা লাখো বীরদের প্রতি সম্মান প্রদর্শন ফুটে ওঠে। কাজের ক্লান্তিলগ্নে ১০০ জন শিক্ষার্থীদের মাঝে নাস্তা নিয়ে এগিয়ে গেলেন কম্পিউটার জোনের স্বত্বাধিকারী অনুজ সুব্রত। অঙ্কনকৃত শিক্ষার্থীরা বলেন, এতদিন খাতায় অঙ্কন করেছি। আজ উপজেলা সদরের দেয়ালে করছি তাও আবার দ্বিতীয় স্বাধীনতার কাজ। দেশের স্বার্থে কাজ করতে পেরে নিজেদের ধন্য মনে করছি। ট্রাফিক বিভাগে দায়িত্বে থাকা শিক্ষার্থীরা বলেন, দেশের কাজে নিজেকে অংশীদার করতে পেরে ভাগ্যবান মনে করছি। সবাই স্বার্থ ত্যাগ করে দেশকে ভালোবাসলে এ দেশ একদিন উন্নত দেশে পরিণত হবে। পথচারীরা বলেন, এ যেন নতুন এক দেশকে দেখতে পাচ্ছি। বিশেষ করে বোয়ালখালী উপজেলাকে নতুন নতুন লাগছে। তরুণদের হাতে গড়া এ দেশ যেন কোন অপশক্তি গ্রাস করতে না পারে। সবাই এগিয়ে আসলে দেশও এগিয়ে যাবে। উপজেলার বিভিন্ন স্থানে গ্রাফিতি অঙ্কনের কাজ অব্যাহত থাকবে বলে জানান শিক্ষার্থীরা। এদিকে সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শেষ হয়েছে আজকের দিনের কর্মসূচি।














