
চট্টগ্রাম-৮ নির্বাচনী আসনে বিএনপি পরিবারের অভিভাবক ও চট্টগ্রম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু সুফিয়ান এর নির্দেশনায় দেশব্যাপী অরাজকতা, ভাংচুর, লুটপাট ও সাম্প্রদায়িক হামলা বন্ধ, সংখ্যালঘুসহ দেশের মানুষের সার্বিক নিরাপত্তা প্রদান ও এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।বিক্ষোভ মিছিল পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক এম আবু বক্কর রাজু।
এসময় তিনি বলেন, স্বাধীনতার লক্ষ্য ছিল, মানবিক মর্যাদাপূর্ণ, বৈষম্য ও শোষণমুক্ত একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। অবৈধভাবে ক্ষমতায় এসে আওয়ামীলীগ মুক্তিযুদ্ধের বিজয়, চেতনা ও অঙ্গীকারকে ভুলুণ্ঠিত করে জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে। লুন্ঠিত গণতন্ত্র পুন:রুদ্ধারে দীর্ঘ ১৫বছর আমরা জনগণেেক সাথে নিয়ে আওয়ামী কর্তত্ববাদী সরকারের বিরুদ্ধে লড়াই করেছি। বৈষম্য, দমন-পীড়ন ও দু:শাসনের যাতাকলে পিষ্ট ছাত্রসমাজ সহ আপামর জনতার তীব্র আন্দোলনের মুখে ফ্যাসিস্ট সরকার পদত্যাগ করে পালাতে বাধ্য হয়েছে। দেশবাসীর এ অর্জনকে নস্যাৎ করতে পতিত আওয়ামী গোষ্ঠী দেশে বিশৃঙ্খলা সৃষ্টিসহ গভীর ষড়যন্ত্র ও নানা ধরনের চক্রান্তে লিপ্ত রয়েছে। দেশের বিভিন্ন জায়গায় হামলা-অগ্নিসংযোগ, লুঠপাঠ, খুন ও নৈরাজ্য সৃষ্টির করে তারা দেশকে আবারোও অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। শান্তি শৃঙ্খলা বিনষ্টকারী এসকল নৈরাজ্যকারীদের প্রতিহত করতে দেশবাসী ও নেতাকর্মীদের সতর্ক থাকার পাশাপাশি এলাকায় এলাকায় প্রতিরোধ গড়ে তুলতে হবে। জাতির এ সন্ধিক্ষণে প্রতিহিংসার পথ পরিহার করে আগামী প্রজন্মের জন্য সাম্য,সম্প্রীতি ও মানবিক মর্যাদা সম্পন্ন একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তোলাই আমাদের বড় চ্যালেঞ্জ।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজিদ হাসান রনি। ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুর রশিদ এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন চান্দগাঁও সিনিয়র যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম জহির, হোসাইন মো. মাসুম, মিনহাজ উদ্দিন সোহেল, আনিসুর রহমান হিরু। এসময় উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, ৫নং মোহরা ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দেদুল বড়–য়া, ৬নং পূর্ব ষোলশহর দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাঈদ ইসলাম বাপ্পি, আব্দুল মান্নান, কাউছার আলম, পারভেজ আলম, মোক্তার হোসেন, মো. সাইফু, মো. শাহালম, ফরহাদ হাওলাদার, মো.রাশেদ, সাইফুল ইসলাম, সাইফুদ্দিন, মো. ইমন, মো. কামরুল, আবু ছৈয়দ, মো. সুমন, মো. নীরব, মো. ফারুক, মো.রিপন, মো. সাগর প্রমুখ।
ক্যাপশন: দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে ও শান্তি শৃঙ্খলায় প্রতিষ্ঠায় ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ।
