চট্টগ্রাম মহানগরীর লালদিঘীর পশ্চিম পাড় পুরাতন গীর্জা এলাকার একটি আবাসিক হোটেলের অফিস থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে শিক্ষার্থীরা। গত মঙ্গলবার রাতে থানা সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রাতে ওই আবাসিক হোটেল থেকে মাদকগুলো উদ্ধার করে একজনকে থানায় নিয়ে আসে শিক্ষার্থীরা।
বিয়ষটি নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি ওবায়েদুল হক বলেন, লালদিঘী এলাকা থেকে ৫ হাজার ইয়াবা উদ্ধারসহ একজনকে নিয়ে আসেন শিক্ষার্থীরা। মামলা হয়েছে। এছাড়া দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিকের দায়িত্ব পালনকালে ইতোমধ্যে বেশ কয়েকটি জায়গা থেকে মাদকদ্রব্য উদ্ধার করে নজির সৃষ্টি করেছে শিক্ষার্থীরা। তাদের এমন কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছে সচেতন মহল।