চট্টগ্রাম মহানগরের নিউমার্কেট চত্বরে সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’র অংশ হিসেবে অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় উক্ত কর্মসূচী। এর আগে সকাল সাড়ে ৯টা থেকে নিউমার্কেট এলাকায় আসতে শুরু করেন তারা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবিতে শিক্ষার্থী ও নানা পেশার মানুষ জড়ো হন। এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবস্থানের কারণে সদরঘাট, কোতোয়ালী, জুবিলী এবং কেসিদে রোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। বেশিরভাগ সড়কেইথেমে থেমে চলছে যানবাহন। এ সময় মানুষের দুর্ভোগ পৌঁছে চরমে।
সরেজমিনে দেখা গেছে, সকাল ১০টার পরপরই প্রায় হাজারখানেক শিক্ষার্থী-জনতা উপস্থিত হয় নিউমার্কেট চত্বরে। এ সময় তারা ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনী হাসিনার ফাঁসি চাই’, ‘স্বৈরাচারের গদিতে, আগুন জ্বালো একসাথে’, ‘খুনী হাসিনার ঠিকানা, এই বাঙলায় হবে না’, ‘শেখ হাসিনার দালালেরা, হুঁশিয়ার সাবধান’এমন নানা স্লোগান দেন।
গত ১৩ আগস্ট থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চার দফা দাবিতে সারাদেশে সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচি ঘোষণা করে। এরই অংশ হিসেবে পরপর দুদিন নগরের ষোলশহর স্টেশন এলাকায় মিছিল-সমাবেশ করেন তারা। বৃহস্পতিবার ‘জাতীয় শোক দিবসের’ আগেই সর্বাত্মক অবস্থান কর্মসূচি ঘোষণা করেন তারা।