ভুমিকা ঃ
বাংলাদশ হিউম্যান রাইটস ফাউন্ডশন (বিএইচআরএফ) এর পক্ষ থেকে সকলের প্রতি রইল সালাম ও শুভছা। আপনারা অবগত আছন যে, অত্র সংস্থা অসহায় নির্যাতিত মানুষর জন্য কাজ কর যাচ্ছে। আইনগত সহায়তা ও অধিকার সচেতনতার পাশাপাশি জাতীয় জীবনে ঘটে যাওয়া মানুষের নানা অপরাধমূলক কর্মকান্ডের নিরপেক্ষ, কার্যকর এবং সুষ্ঠু ধারার দক্ষ গড়ে তোলার লক্ষ থেকেই বাংলাদশ মানবাধিকার কাজ করে যাচ্ছে। অপরাধ দমন এবং প্রকৃত অপরাধীদের শাস্তি বিধান পুলিশের পাশাপাশি আমাদের প্রতিষ্ঠান অসহায় নির্যাতিত মানুষের তদন্ত ও আইনী সহায়তা দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কি অপরাধমুলক কর্মকান্ডের ক্রমবর্ধমান ঘটনায় বাংলাদশ পুলিশ বাহিনীর উপর সাধারণ মানুষের বিশ্বাস এখন শূণ্যের কোটায়। কেননা কিছু কিছু ঘটনায় দেখা যায়, পুলিশ বাহিনীর সদস্যরাই সরাসরি অপরাধের সঙ্গ জড়িত। যাদের কাছে মানুষ আশাকরে নিরাপত্তা, তারাই অনেক ক্ষেত্রে একের পর এক অপরাধমূলক কর্মকান্ড ঘটায়।
১৮৫৭ সালপর বৃটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন যখন ব্যর্থ হয়, তখন থেকে বৃটিশ শাসক গোষ্ঠী তাদের নিরাপত্তা রক্ষায় একটি অনুগত বাহিনী গড়ে তুলতে উদ্যোগি হয় এবং পরবর্তীত ১৮৬১ সাল পুলিশ অ্যাক্টের মূল গঠিত হয় পুলিশ বাহিনী। ১৮৬১ সালর পুলিশ বিধানের সারাংশ বর্ণিত হয়েছে সরকার ও সরকারী কর্মচারীদের নিরাপত্তা বিধান ও শাসক হিসেবেই পুলিশ বাহিনী গঠন করা হয়। সেই বৃটিশ বাহিনীর মানসিকতায় গড়া ১৮৬১ সালর পুলিশ অ্যাকটর পরিবর্তন করে পুলিশকে জনগণর বন্ধু হিসেবে প্রতিস্থাপন করা আজো সম্ভব হয়নি। ফলে পুলিশ জনগণের বন্ধুর লক্ষে সরকার ও সরকারী কর্মচারীদের আগ্গাবহ হিসেবে আজও পরিচালিত হচ্ছে। দীর্ঘ সময় বাংলাদেশের অনেক কিছুরই পরিবর্তন হয়েছে। শুধু অপরিবর্তিত রয়েছে বাংলাদেশ পুলিশ বাহিনী। বাংলাদেশ পুলিশের অধিকাংশ সদস্যদের অভিযোগ, নানা প্রকার সমস্যায় তারা জর্জরিত। পুলিশ সদস্যদের না আছ উপযুক্ত বেতন, ওভার টাইম, বিশেষ ভাতা, আপদকালীন ভাতা, না আছে বাসস্থান, অফিস ব্যবস্থা, সরকারী যথার্থ মর্যাদা। নানা সমস্যায় জর্জরিত ও অনিয়মে পরিপূর্ণ পুলিশ বিভাগ। মামলার সঠিক সুষ্ঠু তদন্ত, দেশের আইন শৃংঙ্খলার উন্নয়ন, সন্ত্রাস দমন, আসামী গ্রেফতার, অবৈধ অস্ত্র উদ্ধার কোন কাজই পুলিশ সঠিকভাবে করতে পারছে না। তাই আজ দেশের ও দেশের স্বার্থে পুলিশ বিভাগের সংস্কার প্রয়োজন। ঢেলে সাজানো প্রয়োজন বৃটিশ আইন, নিয়োগ বিধি পরিবর্তন, অত্যাধুনিক ট্রনিং ও অস্ত্রসস্ত্র। অনেকেই বলছে পুলিশ মানবাধিকার লংঘন করছে। পুলিশ সদস্য বলছে তাদের মানবাধিকারের প্রতি কারো লক্ষ্য নাই। আমরাসহ বাংলাদেশের অধিকাংশ মানুষ এ অনিয়মের পরিবর্তন চাই, চাই যুগের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের আধুনিক পুলিশ। চাই অভিজ্ঞতা সম্পন্ন সুদক্ষ ও বিচক্ষণ পুলিশ প্রশাসন। তারই জন্য প্রস্তাবিত “সুদক্ষ পুলিশ প্রশাসন গঠন রাষ্ট্র ও জনগণর করণীয়” নিয় আজকের এই প্রবন্ধ।
সুদক্ষ পুলিশ বলতে কি বুঝি ঃ
ধারাবাহিক --
......................