
চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে দু’পক্ষের অন্তত ১০-১৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। শনিবার (১৭ আগষ্ট) বিকালে রাউজান উপজেলার মদুনাঘাট সংলগ্ন জিয়া বাজার এলাকায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের বের করা মিছিলে হামলা চালায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দোকারের অনুসারীরা। এতে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০-১২ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এ ব্যাপারে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের কোনো তথ্য পায়নি। কেউ থানায় অভিযোগ করেনি বলেও দাবি করেন ওসি।