দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শাহ কামালকে মহাখালী থেকে গ্রেপ্তার করা হয়েছে।এর একদিন পূর্বে তার মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে থেকে ৩ কোটি ১ লক্ষ এবং ১০ লক্ষ টাকার বৈদেশিক মুদ্রা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।
এ ব্যাপারে তার বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে বলে প্রাথমিক সূত্রে জানা যায়। নাম প্রকাশ না করা শর্তে ওই মন্ত্রণালয়ের একজন কর্মচারী জানান -সাবেক এ সচিব ব্যাপক দুর্নীতি করেছেন। নামে বেনামের সম্পদ কিনেছেন। অনেক সহায় সম্পদের মালিক হয়েছেন।