আজঃ শুক্রবার ১৩ জুন, ২০২৫

রূপগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ এসআই আটক

মাহাবুবুর রহমান রনি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আপত্তিকর অবস্থায় এক নারীসহ রূপগঞ্জ থানার এসআই মিরাজ মোল্লাকে আটক করেছে স্থানীয় জনতা। রোববার (১৮ আগস্ট) বিকেলে উপজেলার সদর ইউনিয়ন এলাকার রতন মিয়ার ভাড়াটিয়া বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। এ ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, রোববার বিকেলে এসআই মিরাজ মোল্লা এক নারীকে তার ভাড়াটিয়া ঘরে নেয়। এসময় স্থানীয় জনতা বিষয় টের পেয়ে ঘরের দরজা ভেঙে প্রবেশ করলে এসআই মিরাজ মোল্লা ও ওই নারীকে আপত্তিকর অবস্থায় আটক করেন। পরে রূপগঞ্জ থানায় জানানো হলে রূপগঞ্জ থানার ওসি তদন্ত ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করেন।
রূপগঞ্জ থানার ওসি তদন্ত জোবায়ের হোসেন বলেন, থানায় পুলিশ ক্লিয়ারেন্স নিতে আসা এক নারীকে তার বাসায় যেতে বলেন। পরে এলাকাবাসী তাকে আটক করে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মিরাজকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনা তদন্তাধীন। তবে মিরাজকে সাময়িক প্রত্যাহার করেছি। বাকিটা এসপি মহোদয় দেখবেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে চীনা নাগরিকের মোবাইল ছিনতাই, গ্রেফতার-৩

চট্টগ্রামে এক চীনা নাগরিকের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকাল সোয়া ৭টায় ইপিজেড থানাধীন সিইপিজেড অঞ্চলের প্রবেশপথ সংলগ্ন রাজু কলোনি থেকে তাদের গ্রেফতার করা হয়।এ সময় ছিনতাই হওয়া মোবাইল ফোনও উদ্ধার করা হয়। উদ্ধার করা হয় ছিনতাই কাজে ব্যবহৃত দুটি ছুরি ।

গ্রেফতার তিনজন হলেন, বরিশাল কোতোয়ালী থানার রুপাতলী এলাকার মোহাম্মদ হৃদয় (২৮), চাঁদপুর জেলার সদর থানার মইশাদী মজুমদার বাড়ির রাজু মজুমদার (৩২) ও পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার পশ্চিম পাতাকাটা গ্রামের মো. ফেরদৌস (২৯)।

তিনজনই ইপিজেড থানা এলাকায় বসবাস করেন।
বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের সহকারী কমিশনার (বন্দর) মাহমুদুল হাসান জানান, মামলা রুজুর পর তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ ছিনতাইয়ে জড়িত তিনজনকে শনাক্ত করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

লোহাগাড়ার পদুয়ায় এক পরিবারের টিনের বাউন্ডারি ভাংচুরের অভিযোগ।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের খন্দকার পাড়ায় এক পরিবারের টিনের বাউন্ডারি ভেঙে জায়গা দখল করার চেষ্ঠা চালিয়েছে প্রতিপক্ষরা।
টিনের বাউন্ডারি ভাংচুর চেষ্টার ঘটনাটি ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগী ফাতেমা বেগম বাদি হয়ে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী ফাতেমা বেগম জানান,তার স্বামী নেই। ছেলে সন্তানদের নিয়ে অতি কস্টে জায়গাতে বসবাস করে আসছেন। ঘটনার সময় তার বাড়ির সামনে টিনের বাউন্ডারি জোরপুর্বক ভাংচুর চালায়। তাদের জায়গা দখল করার চেষ্ঠা করে। ওই সময় তাদেরকে ধাক্কাধাক্কি করে এবং হুমকিও প্রদান করছে। তিনি সংশ্লিষ্ঠ প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের জোর দাবি জানান।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এলাকার বাসিন্দা, দক্ষিণ জেলা মৎস্যজীবি দলের আহবায়ক জসিম উদ্দিন। তিনি জানান, ঘটনাস্থলে যাওয়ার পরে উভয় পক্ষের সাথে কথা বলেছেন। থানা প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছে বলে জানতে পেরেছেন তিনি। প্রশাসনিকভাবে সুষ্ট তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবে এম প্রত্যাশাও করেন তিনি।

এদিকে প্রতিপক্ষরা জানান, জায়গাটিতে তাদের অংশ রয়েছে। সামাজিকভাবে বিচারের মাধ্যমে যেটি হয় সেটি মেনে নিবেন তারা। লোহাগাড়া থানার এসআই গৌবিন্দ দাশ জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়ার পরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। উভয়পক্ষকে শান্ত থাকার জন্য বলা হয়েছে। দু’পক্ষের কাগজপত্র দেখে সমাধান করা হবে বলেও জানান তিনি।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ