
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)’র প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলামকে। মেয়র মো. রেজাউল করিম চৌধুরীকে অপসারণ করার পর তাকে এ দায়িত্ব দেয়া হয়। সোমবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
এর আগে ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’, ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ ও ‘উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া অনুমোদন করে অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা পরিষদ। পরে তা অধ্যাদেশ আকারে জারি করা হয়। ওই সংশোধনীর ফলে বিশেষ পরিস্থিতিতে বিবেচনায় চট্টগ্রাম সিটি করপোরেশন দায়িত্ব নিতে যাছেন বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম।