চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এবং চট্টগ্রাম ৬ আসনে সাবেক সংসদ সদস্য এ.বি.এম.ফজলে করিম চৌধুরীসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ২৭ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে একটি আদালতে। সোমবার দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম এর আদালতে এই মামলা দায়ের করেন চট্টগ্রাম রাউজন উপজেলার ১১ নং পশ্চিম গুজরা (মগদাই) এর সাবেক চেয়ারম্যান সিরাজউদ্দৌলা।
মামলায় এ.বি.এম.ফজলে করিম চৌধুরী ছাড়াও অন্যান্য আসামীরা হলেন, মো শাহাব উদ্দিন, মোঃ সুজাতুল ইসলাম ফাহিম, টনী বড়ুয়া, লিটন দে, মোঃ আনোয়ার, মোঃ মাসুদ, আজম খান, মোঃ সাদ্দাম, সালা উদ্দিন, সাইফুল ইসলাম(লিটন), আবু তৈয়ব প্রকাশ কালা তৈয়ব, মোঃ জামাল প্রকাশ কালা জামাল, অংশুমান বড়ুয়া, আবদুল মন্নান, মোঃ আরিফ, মোঃ সাজ্জাদ, মোঃ হাবিবুল রহমান, আরিফুল ইসলাম, মোঃ ইসমাইল, মোঃ দুলাল, মোঃ রফিক, মোঃ কামাল, আবদুল আজিজ, মোঃ আসলাম, মোঃ ফারুক, মোঃ তানভীর।
এই ব্যাপারে বাদীর আইনজীবী সবুজ তালুকদার বলেন, তাদের অপহরণ মামলা করা হয়েছে। এই মামলায় মোট ২৭ জনকে আসামী করা হয়েছে। এক ব্যক্তি অপহরণের দায়ে মামলাটি দায়ের করেন সাবেক চেয়ারম্যান সিরাজউদ্দৌলা। আশা করছি একটি সুষ্ট বিচার পাবে বাদীপক্ষ।