চট্টগ্রামের বোয়ালখালীতে জটিল রোগে আক্রান্ত ১৩৫ জন রোগীকে সমাজ সেবা অধিদপ্তরের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা রোগী ও তাদের স্বজনদের হাতে অনুদানের এসব চেক তুলে দেন। এ সময় উপজেলা সমাজ সেবা অফিসার মুহাম্মদ দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
মুহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, উপজেলার ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১৩৫ জন রোগীকে জন প্রতি ৫০ হাজার টাকা করে মোট সাতষট্টি লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।