
চট্টগ্রামের রাউজান সদর ইউনিয়নের নাতোয়ান বাগিচা থেকে গুচ্ছ গ্রাম পর্যন্ত সড়কটি বেহাল অবস্থায় পড়ে আছে। দীর্ঘ কয়েক বছর ধরে ভোগান্তি পোহাচ্ছেন সড়ক দিয়ে যাতায়তকরা ওই ইউনিয়নের কুলালপাড়া, শীলপাড়া, গাজী পাড়া, গুচ্ছ গ্রামসহ আশেপাশের এলাকার অন্তত দুই হাজার পরিবারের মানুষ। বর্ষাকালে তাদের এ দুর্ভোগ আরও কয়েকগুন বেড়ে যায়। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় জরুরী রোগী, বিভিন্ন পরিবহণ থেকে শুরু করে ভোগান্তির যেন শেষ নেই নাতোয়ান বাগিচা এলাকা থেকে কুলালপাড়া পাড়া হয়ে গুচ্ছগ্রাম পর্যন্ত সড়কে চলাচলকারী মানুষের। তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত এই সড়কের একটি বিহিত চেয়ে জোড়ালো আবেদন জানিয়েছেন স্থানীয়রা। তারা অভিযোগ করে বলেন স্থানীয় কিছু মানুষ এলাকাবাসীর কাছ থেকে পানি নিষ্কাশনের কাজ করবেন বলে টাকা উত্তোলন করে সেই টাকা আত্মসাৎ করে। কাজের কাজ কিছুই না হওয়ায় বৃষ্টি হলেই পুরো গাজী পাড়া এলাকা প্লাবিত হয়ে থৈ থৈ করে পানিতে। ভেসে যায় উঠান ঘাটা, পানি প্রবেশ করে ঘরবাড়িতে। এতে করে রান্নাবান্নাসহ যাবতীয় কাজে অসুবিধায় পড়তে হচ্ছে গৃহিণীদের। সরেজমিনে গিয়ে দেখা যায়, কিছু ঘর ইতোমধ্যেই ভেঙে পড়েছে। কিছু মাটির ঘরে যে কোন সময়ে ঘটতে পারে দেওয়াল ধ্বসের ঘটনা। গবাদী পশু নিয়েও অনেকে পড়েছেন দূর্ভোগে। জনদুর্ভোগের বিষয়টি জেনে সাবেক সংসদ সদস্য ও বিএনপি'র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় এলাকার সংস্কার কাজের অংশ হিসেবে মাঠে নেমেছেন এলাকাবাসী। এলাকার সকলের সার্বিক সহযোগিতায় পানির ড্রেনেজ ব্যবস্থার কাজ শুরু করেছেন তারা। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে এই কাজের উদ্বোধন করা হয়। এসময় বক্তব্য রাখেন বিশিষ্টি সমাজ সেবক ও সেচ্ছাসেবক দলের নেতা মো. কামাল উদ্দিন চৌধুরী, রাউজান ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবদুল হালিম, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য মো.খোকনসহ প্রমুখ।