ফরিদপুরের নগরকান্দায় রাজনৈতিক সহিংসতা বন্ধ করা ও ভারত থেকে অন্যায় ভাবে ডেম্বুর ও গোজলা ডোবা
বাঁধ খুলে বাংলাদেশে বন্যার সৃষ্টি করায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২২ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১২ টায় নগরকান্দা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা আকরামুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলায় গিয়ে শেষ হয়।