ক্লিন ইমেজের ইউএনও লালমোহন জনাব তৌহিদুল ইসলামের হাতে একসেট মুক্তবুলি ম্যাগাজিন ও কাব্যগ্রন্হ 'নদীর বুকে জীবন জ্বলে' তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করলেন ভোলা দক্ষিণ প্রেসক্লাব সভাপতি রিপন শান ।
একজন সাদামনের মানুষ, একজন দেশপ্রেমিক প্রশাসক, একজন প্রগতিশীল সমাজচিন্তক তৌহিদুল ইসলাম। মুক্তিযুদ্ধের অনির্বাণ আলো ও ইসলামের শাশ্বত মূল্যবোধে প্রদীপ্ত এক টগবগে জওয়ান আমাদের তৌহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে সম্মানসহ স্নাতকোত্তর জনাব তৌহিদুল ইসলাম দ্বীপজেলা ভোলার লালমোহন উপজেলার ইউএনও হিসেবে এসেছেন বলতে গেলে এখনো বছর পেরোয়নি। সততা ও দেশপ্রেমের বিপুল বৈভবে (ব্যক্তিগত জীবনে কোরআনে হাফেজ) এই মানুষটি ইতোমধ্যেই ভালোবাসার এক বিশাল সমুদ্দুর তৈরি করে ফেলেছেন লালমোহনবাসীর হৃদয়ে ।
দুষ্টের দমনে শিষ্টের পালনে সিদ্ধহস্ত, দুর্নীতি প্রতিরোধ সুনীতি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ এই মানুষটি ; আপসহীন ব্যক্তিত্বের সৌরভে লালমোহনের সর্বস্তরের মানুষের মুখে মুখে মুখরিত একটি নাম 'ইউএনও তৌহিদুল ইসলাম'। সমসাময়িক রাজনীতির বিপন্ন আবহাওয়ায় সারা বাংলাদেশ যখন বিপর্যস্ত, তখন শান্তির নিশান উড়িয়ে লালমোহনের গ্রামে গঞ্জে পরতে পরতে তিনি উজ্জীবিত রেখেছেন সামাজিক সম্প্রীতির নানান আয়োজন।
প্রাতিষ্ঠানিক যোগ্যতা ও প্রশাসনিক দক্ষতার নিবিড় সমন্বয় ঘটিয়ে জনাব তৌহিদুল ইসলাম সমকালের লালমোহনকে উপহার দিয়েছেন অনন্য এক মানবিক উচ্চতা ।
ইউএনও মোশাররফ হোসেন, ইউএনও শামছুল আরিফের মতোই আরেকটি শ্রদ্ধার প্রবাদ বাক্য তৈরি হয়েছে ইউএনও তৌহিদুল ইসলাম- আপামর জনসাধারণের ভালোবাসার তুখোড় শিরোনাম।
স্বকাল, সমসময়, মাটি ও মানুষের জন্য অহর্নিশ নিবেদিত দক্ষ উপজেলা নির্বাহী অফিসার জনাব তৌহিদুল ইসলাম কে আজ ২২ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার মধ্যাহ্নে বরিশাল থেকে প্রকাশিত তথ্য-সাহিত্য-সংস্কৃতি বিষয়ক জনপ্রিয় ম্যাগাজিন মুক্তবুলি (একসেট) ও স্বরচিত কাব্যগ্রন্থ 'নদীর বুকে জীবন জ্বলে'র আপডেট সংস্করণ হাতে তুলে দিয়ে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন- ভোলা দক্ষিণ প্রেসক্লাব সভাপতি ও মুক্তবুলির প্রধান সম্পাদক রিপন শান । এসময় ভোলার লালমোহনের চলমান সমাজ সংস্কৃতি শিক্ষা শিল্পকলাসহ আর্থ সামাজিক মৌল-মানবিক উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে প্রাণখোলা আলাপচারিতায় অংশ নেন জনাব তৌহিদুল ইসলাম এবং প্রভাষক সাংবাদিক শাহাবুদ্দিন রিপন শান ।