ভোলা দৌলতখানে মারকাজ মসজিদ উদ্বোধন করতে আসেন সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিম। শুক্রবার জুমার নামাজের পর মারকাজ মসজিদ উদ্বোধনের মধ্যে দিয়ে সংক্ষিপ্ত কিছু দিকনির্দেশনা দেন উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল শ্রমিক দলের সকল নেতাকর্মীদেরকে। বক্তব্যের মাঝে নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন কারো যদি কোন আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে লেনদেন থাকে তাহলে তাদেরকে আইনের আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ জানান এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য অনুরোধ জানান যদি কেউ আইন নিজের হাতে তুলে নেয় তাহলে তাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করে আইনের হাতে সোপর্ধ করা হবে। আরো বলেন এই মারকাজ মসজিদ উদ্বোধনের মধ্য দিয়ে আমি দৌলতখান বোরহান উদ্দিনের উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে কাজ করে যাব।
এই বক্তব্য ব্যক্ত রেখে তিনি উপজেলা বিএনপি কার্যালয়ে এসে আবারো নেতাকর্মীদের উদ্দেশ্য সংক্ষিপ্ত বক্তব্য রেখে বাসার উদ্দেশ্যে রওনা দেন