বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার এক সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের উপর অন্যায় ভাবে নির্যাতন ও হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন শিক্ষক নেতৃবৃন্দ। চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম.এ. ছফা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় শিক্ষক নেতৃবৃন্দ এ দাবি জানান। নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন আঞ্চলিক শাখার উপদেষ্টা গোলাম রহমান, সহ সভাপতি আব্দুচ ছাত্তার মজুমদার, নির্বাহী সচিব মো: সাইফুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মো: মাহফুজুল ইসলাম, সচিব মো: নিজাম উদ্দিন, শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে আরো বক্তব্য রাখেন, সর্বজনাব দীন মোহাম্মদ, মো: নাসিম উদ্দিন, মুহাম্মদ মহিউদ্দিন, আলী আহমদ, মো: শরিফুল ইসলাম, মো: সাইফুল আলম, মো: ফজলুল করিম, জাফর ইকবাল, সাদেকুর রহমান, এস এম আক্কাস উদ্দিন, মো: শহীদুল ইসলাম, মো: জানে আলম। বক্তারা বলেন বিভিন্ন প্রতিষ্ঠানে একশ্রেণির উশৃংখল ও স্বার্থান্বেষী মহল উপস্থিত হয়ে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত প্রধান শিক্ষক সহ যে কোন শিক্ষক কে বিধি বহির্ভূত ভাবে নাজেহাল করা সহ পদত্যাগে বাধ্য করে। যা সম্পূর্ণ নিন্দনীয় ও গর্হিত কাজ। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে সকল শিক্ষক ঐক্যবদ্ধ হয়ে কঠোর কর্মসূচি পালনে বাধ্য হবে। বক্তারা এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।