অন্তরা হাওয়াইয়ান গীটার শিল্পী গোষ্ঠী, চট্টগ্রামের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অন্তরা হাওয়াইয়ান গীটার শিল্পী গোষ্ঠীর সভাপতি ডা. বাবুল সেনগুপ্ত সভাপতিত্বে সভার শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে এবং চট্টগ্রামের বিশিষ্ট সংগীতজ্ঞ প্রয়াত মিহির লালার স্মরণে শোক প্রস্তাব গ্রহণসহ ১ মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া বন্যা দূর্গতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশসহ একটি ত্রাণ তহবিল গঠনের উদ্যোগ নেয়া হয়। উপস্থিত সদস্যবৃন্দ অন্তরা হাওয়াইয়ান গীটার শিল্পী গোষ্ঠীর ইতিপূর্বে নবগঠিত ১৩ সদস্য বিশিষ্ট কার্য্যকরী কমিটিকে স্বাগত জানান। সভায় বিগত সময়ের হিসাব বিবরণী প্রদান করা হয় এবং অন্তরা প্রশিক্ষণ কেন্দ্রের জন্য একটি নূতন স্থান নির্বাচনের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। একই সাথে সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক নুতন কমিটির দায়িত্ব প্রাপ্তদের অনুকূলে ব্যাংক হিসাব হালনাগাদ করণের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক আশীষ কুমার বৈদ্য, প্রদীপ দাশ পরাগ, ইলিবাদ হল মঞ্জুরুল হক, এড. প্রবীর রক্ষিত, শুক্লা আচার্য্য, শিমুল দত্ত, পলাশ দেব, দুলাল কান্তি দে, দেবাশীষ দত্ত দেবু, ফারুক বিন সাদেক প্রমুখ।