আজঃ শুক্রবার ১৪ মার্চ, ২০২৫

রাণীশংকৈলে উপ-সহকারী ভুমি কর্মকর্তা, স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও রাণীশংকৈলে আশ্রয়ন প্রকল্পের বাড়ী বরাদ্দের নামে অর্থ আত্মসাৎ এর অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার ২৫ আগস্ট বেলা ১২টায় উপজেলা পরিষদের সামনে ধর্মগড় এলাকাবাসীর ব্যানারে ধর্মগড়-কাশিপুর ইউনিয়ন উপ-সহকারী ভুমি কর্মকর্তা আতাউর রহমান,ধর্মগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও ইউপি সদস্য মইনউদ্দীন কাবুল ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল সভাপতি বেলাল হোসেনের বিরুদ্ধে এ মানবন্ধন করা হয়েছে।

এসময় উপজেলা ভুমি অফিসের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদের ভেতরে প্রবেশ করে সেখানে কিছু সময় ইউপি ভুমি কর্মকর্তা আতাউর রহমান,
বেলাল ও কাবুলের বিরুদ্ধে তারা বিভিন্ন স্লোগান দেয়। পরে তারা উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনের সড়কে অবস্থান নিয়ে ঘন্টা ব্যাপী মানববন্ধন করে। এতে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করে।মানববন্ধন
থেকে অভিযোগ করা হয়.ইউপি ভুমি কর্মকর্তা একশত বাড়ীর বিপরীতে কাবুল আর বেলালের মাধ্যমে প্রায় তিনশত মানুষের কাছে টাকা নিয়েছে। টাকা নিয়ে কাউকে বাড়ী দিতে পেরেছে, কাউকে এখনো পারেনি। এমন অবস্থায় এখনো অনেক মানুষ তাদের দেওয়া টাকা ফেরত পায়নি। বাড়ীও পায়নি।

তাই ভুমি কর্মকর্তা আতাউর রহমান ও দালাল বেলাল,
কাবুলের দৃষ্টামুলক শাস্তি দাবী করেছে এলাকাবাসী। এছাড়াও তাদের কাছে থাকা অসহায় দরিদ্র মানুষদের টাকাগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করার দাবী জানিয়েছে এলাকাবাসী।

এ বিষয়ে বক্তব্য নিতে ধর্মগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মইনউদ্দীন কাবুল ও স্বেচ্ছাসেবকদল সভাপতি বেলাল হোসেনের মুঠোফোনে কল দিলে তাদের ফোনে পাওয়া যায়নি।

ধর্মগড়-কাশিপুর ইউনিয়ন উপ-সহকারী ভুমি কর্মকর্তা আতাউর রহমান এপ্রতিনিধিকে বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ ভিত্তিহীন, নিয়ম অনুযায়ী বাড়ী বরাদ্দ দেওয়া হয়েছে। কোন অনৈতিক লেনদেনের মাধ্যমে বাড়ী বরাদ্দ দেওয়া হয়নি। এখানে একটি স্বার্থনেষীমহল তাদের অনৈতিক স্বার্থ হাসিল করতে না পারায় এ ধরনের কর্মসুচি দিয়ে তাকে সমাজে, উপজেলা প্রশাসনসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে হেও প্রতিপন্ন করার চেষ্টা করছে মাত্র বলে তিনি মন্তব্য করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আর্নিকা আক্তার বলেন, এ ধরনের অভিযোগ পেলে অব্যশই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

দেশব্যাপী নারী হেনস্থার প্রতিবাদে চট্টগ্রামে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মানববন্ধন

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রামে কেন্দ্র ঘোষিত মানববন্ধন কর্মসূচি পালন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

আজ সোমবার (১০ মার্চ) সকালে চট্টগ্রামে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন করেছে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদল । এসময় প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মোঃ আরমান হোসেন, মোঃ মানিক রতন তানিম, সামির হায়দার, হৃদয় মোল্লা, আহসান আলমগীর চৌধুরী, সামিরা নুর সহ নেতৃবৃন্দ।

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা
রিয়াদুল হক রিয়াদ, আতিক, জিসান সহ ছাত্রদল নেতৃবৃন্দ।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টারে সোমবার (১০ মার্চ) আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো.নাজমুল করিম খান।

উক্ত কল্যাণ সভায় পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনারগণ এবং উপ-পুলিশ কমিশনারগণসহ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ পুলিশের সার্বিক কল্যাণ এবং শৃঙ্খলা নিয়ে তাদের মূল্যবান মতামত প্রদান করেন। এছাড়াও গত মাসে পুলিশের ওয়ারেন্ট তামিল এবং ভাল কাজের স্বীকৃতি স্বরূপ মাননীয় পুলিশ কমিশনার পুলিশ সদস্যদের মধ্যে অর্থ পুরস্কার বিতরণ করেন।

পুলিশ কমিশনার ঈদের কেনাকাটা নির্বিঘ্ন করতে এবং ছিনতাই প্রতিরোধে জিএমপি পুলিশের বিভিন্ন ইউনিটকে নির্দেশনা প্রদান করেন এবং ঈদে ঘরে ফেরা যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে ট্রাফিক বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি মুলতবি মামলার দ্রুত নিষ্পন্ন করণ এবং ওয়ারেন্ট তামিলে আরো কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য নির্দেশনা প্রদান করেন। সাধারণ মানুষ যাতে কোন ভাবেই হয়রানির শিকার না হয় সেদিকে সতর্কদৃষ্টি রাখতে সবাইকে নির্দেশনা দেন। পরিশেষে সকলের সর্বাঙ্গীর মঙ্গল কামনা করে অনুষ্ঠান সমাপ্তি করেন।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ