পাশে থাকার জন্য নিজেরা উদ্যোগ নিচ্ছে এবং সকল পর্যায়ের মানুষের প্রতি সহায়তার হাত প্রসারিত করার আহবান জানাচ্ছে। একই সাথে জলবায়ু পরিবর্তন জনিত ও মনুষ্যসৃষ্ঠ প্রাকৃতিক বিপর্যয় রোধে তৃণমূল পর্যায়ে স্থানীয় জনগোষ্ঠি ও তরুণদের মাঝে সচেতনতা সৃষ্ঠি ও সক্ষমতা বৃদ্ধিতে দীর্ঘমেয়াদী উদ্যোগ নেয়া হয়েছে।
উল্লেখ্য বেসরকারী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান জাতীয় ও আর্ন্তজাতিক উন্নয়ন সংগঠনের সহযোগিতায় আইএসডিই বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকায় ক্ষয়ক্ষতি ও সম্ভাব্য জরুরি প্রাথমিক চাহিদা নিরুপনের কার্যক্রম পরিচালনা করছেন। পরবর্তীতে ক্ষতিগ্রস্থ জনগোষ্টিার উন্নয়নে দীর্ঘমেয়াদী ত্রাণ ও পুর্নবাসন কার্যক্রম পরিচালনার উদ্যোগ গ্রহন করেছে।