চট্টগ্রাম মহানগরে দ্রুতগামী বাসের চাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টায় পতেঙ্গা কাটগড় মোড়ে মন্দিরের পাশে এ ঘটনা ঘটে। নিহতের নাম নুরুল আবছার (৫২)। তিনি পতেঙ্গা স্টিলমিল এলাকার ছগীর আহম্মদের ছেলে।
স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে একটি বাস বৃদ্ধ পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা বাসটি আটক করে। তবে বাস চালক পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) কিরণ হোসেন বলেন, রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে তার মৃত্যু হয়। তিনি নৌবাহিনীর সাবেক সদস্য। লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে।