ছবি-২
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সেবা নিশ্চিত করতে কর্পোরেশনের ৪১ টি ওয়ার্ড কে ৬ (ছয়) অঞ্চলে বিভক্ত করে তিন জনকে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন সচিবালয় বিভাগের সংস্থাপন শাখার এক অফিস আদেশে এ দায়িত্ব দেয়া হয় বিষয়টি নিশ্চিত করেছেন সচিব মোহাম্মদ আশরাফুল আমিন।আদেশে আরো বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিন কর্মকর্তাগণ তাঁদের নামের পার্শ্বে বর্ণিত অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। এ প্রসঙ্গে সচিব মোহাম্মদ আশরাফুল আমিন জানান, ‘যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে। যা পহেলা সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
জানা গেছে, তিন কর্মকর্তার প্রতি জনকে দুটি করে জোনের দায়িত্ব দেয়া হয়। অবশ্য দেড় বছর আগে আন্দরকিল্লাস্থ নগর ভবনে একটি জোনের কার্যক্রম শুরু করেছিল চসিক। ভবনটি নতুন করে নির্মাণের জন্য ভেঙে ফেলা হয়। এরপর থেকে জোনটির কার্যক্রমও বন্ধ হয়ে যায়। জোনটির আঞ্চলিক কর্মকর্তা ছিলেন রেজাউল করিম। জোনের কার্যক্রম বন্ধ হলে তাকে স্টেট অফিসারের দায়িত্ব দেয়া হয়।
নতুন জোন প্রসঙ্গে চসিকে প্রশাসক তোফায়েল ইসলাম বলেন, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের সচল করতে পারলে বিভিন্ন সেবা গ্রহণের জন্য নগরবাসীকে আর চসিকের প্রধান কার্যালয় পর্যন্ত আসতে হবে না।
এর আগে ২০১২ সালে ২০ নভেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ওয়ার্ডগুলোকে ছয়টি অঞ্চল বা জোনে ভাগ করে। এরপর বিভিন্ন সময়ে প্রেষণে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাও নিয়োগ দেয় মন্ত্রণালয়। বর্তমানেও তিনজন আঞ্চলিক কর্মকর্তা আছেন সংস্থাটিতে। যদিও চসিক জোনগুলোকে কার্যকর করেনি। কার্যক্রম না থাকায় আঞ্চলিক কর্মকর্তাদের একজন স্টেট অফিসারের অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছেন। বাকি দুইজন বিভিন্ন ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দিয়ে আসছেন। এ অবস্থায় গত ১৯ আগস্ট চসিকে প্রশাসক পদে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম দায়িত্ব নেয়ার পর জোনগুলোকে সচল করার উদ্যোগ নেন। যা আগামী রোববার থেকে কার্যকর হবে।
চসিক সূত্রে জানা গেছে, গত ৯ এপ্রিল প্রকৌশলীদের মাঝে জোনভিত্তিক দায়িত্ব বণ্টন করা হয়। জোন সচল হলে নির্বাহী ও সহকারী প্রকৌশলীদের স্ব স্ব জোনে অফিস করতে হবে। বর্তমানে তারা প্রধান কার্যালয়ে অফিস করেন। এদিকে আঞ্চলিক নির্বাহীদের মধ্যে দায়িত্ব বণ্টনের পর তাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা বলছেন, জোন ভাগ করলেও অবকাঠামাগতভাবে জোন অফিসগুলো গড়ে ওঠেনি। ফলে কাজ করতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হতে হবে তাদের।
চসিক সূত্রে জানা গেছে, এক নম্বর অঞ্চলে রয়েছে চসিকের ১, ২, ৩, ৭ ও ৮ নম্বর ওয়ার্ড। অঞ্চলভুক্ত এলাকাগুলো হচ্ছে-দক্ষিণ পাহাড়তলী, জঙ্গল দক্ষিণ পাহাড়তলী, কুলগাঁও, জালালাবাদ, পাঁচলাইশ, পশ্চিম ষোলশহর, শোলকবহর, মুরাদপুর (অংশ), পূর্ব নাসিরাবাদ ও খুলশী। দুই নম্বর অঞ্চলে রয়েছে ৪, ৫, ৬, ১৭, ১৮, ১৯ ও ৩৫ নম্বর ওয়ার্ড। অঞ্চলভুক্ত এলাকাগুলো হচ্ছে– চান্দগাঁও, চর রাঙামাটিয়া, মোহরা, চরমোহরা, পূর্ব ষোলশহর, বাকলিয়া, পাথরঘাটা (অংশ) ও আন্দরকিল্লা (অংশ)।তিন নম্বর অঞ্চলে রয়েছে ১৪, ১৫, ১৬, ২০, ২১, ২২, ৩১, ৩২, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ড। অঞ্চলভুক্ত এলাকাগুলো হচ্ছে-লালখানবাজার, দক্ষিণ পাহাড়তলী (অংশ), উত্তর পাহাড়তলী, খুলশী, জয়পাহাড়, আলম শাহ, কাঠগড়, ইমামগঞ্জ, চন্দনপুরা, নিজশহর, কাসিমবাজার, মুরাদপুর (অংশ), রুমঘাটা, আন্দরকিল্লা, রহমতগঞ্জ, দক্ষিণ পাহাড়তলী, এনায়েতবাজার, বটতলী, ফিরিঙ্গীবাজার, গুরিবাজার, মনোহরখালী, পাথরঘাটা (অংশ), সুজা কাঠগড়। চার নম্বর অঞ্চলে রয়েছে ২৩, ২৪, ২৭, ২৮, ২৯, ৩০ ও ৩৬ নম্বর ওয়ার্ড। অঞ্চলভুক্ত এলাকাগুলো হচ্ছে– পাঠানটুলী, আগ্রাবাদ আসকারবাদ, গোসাইলডাঙ্গা, মোগলটুলি, মাদারবাড়ি, মগবাজার ও নলসা। পাঁচ নম্বর অঞ্চলে রয়েছে ৯, ১০, ১১, ১২, ১৩, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড। অঞ্চলভুক্ত এলাকাগুলো হচ্ছে– উত্তর পাহাড়তলী, লট ৯ পাহাড়তলী, পূর্ব পাহাড়তলী, উত্তর কাট্টলী, দক্ষিণ কাট্টলী, সরাইপাড়া, পশ্চিম নাসিরাবাদ, দক্ষিণ পাহাড়তলী (অংশ), রামপুর ও উত্তর হালিশহর। ছয় নম্বর অঞ্চলে রয়েছে ৩৭, ৩৮, ৩৯, ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ড। অঞ্চলটির আওতাভুক্ত এলাকাগুলো হচ্ছে মধ্যম হালিশহর, দক্ষিণ হালিশহর, উত্তর পতেঙ্গা, দক্ষিণ পতেঙ্গা ও পূর্ব পতেঙ্গা।
জানা গেছে, মো. রেজাউল করিমকে ১ ও ৫ নম্বর অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এছাড়া শাহরিন ফেরদৌসীকে ৪ ও ৬ নম্বর অঞ্চল এবং রক্তিম চৌধুরীকে ২ ও ৩ অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ১ ও ৫ নম্বর জোনের কার্যালয় হচ্ছে- ফইল্যাতলী বাজার কিচেন মার্কেট, ৪ ও ৬ অঞ্চলের কার্যালয় ২৭ নম্বর ওয়ার্ড কার্যালয় ভবন এবং ২ ও ৩ অঞ্চলের কার্যালয় হচ্ছে- লালদীঘি পাড়স্থ চসিকের দুর্যোগ ব্যবস্থাপনা ভবন।