প্রেরণা ফাউন্ডেশন চট্টগ্রাম এর পক্ষ থেকে গতকাল ২৮ আগস্ট (বুধবার) দুপুরে ফেনী সোনাগাজী উপজেলার ৩ নং মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষীপুরের ১ নং চর মজলিশপুর গ্রামে বন্যার্ত ২৫০ পরিবারের মাঝে ফাউন্ডেশনের উদ্যোক্তা সাদেক দেওয়ান ও আরাফাত এর তত্ত¡াবধানে ত্রাণসামগ্রীবিতরণ করা হয়। এ সময় চাল,আলু,লবণ, বিস্কুট, মুড়ি, চিড়া, চিনি, মোমবাতি, গ্যাসলাইটার,কাপড়, সুপেয় পানি, পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট ও জরুরি প্রাথমিক চিকিৎসার জন্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। সেচ্ছাসেবী টিমের আশরাফ,আব্দুল হাদি রিপন,শিপন, মামুন,জহিরুল,আসিফ,ওমর ফারুক বাড়ি বাড়ি গিয়ে অসহায় পরিবারের মাঝে এইসব সামগ্রী পৌঁছে দেন।