পাহাড়তলী হাজী ক্যাম্প একাদশ ও ভলুয়ার দীঘি সমাজের উদ্যোগে ১ম বারের মত উন্মুক্ত ফুটবল টুর্নামেন্ট ২০২৪ জমকালো আয়োজনে হাজী ক্যাম্প মাঠ উদ্বাধন করা হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর যুবদলর সভাপতি মাোশাররফ হোসেন দীপ্তি। এসময় তিনি বলন, তরুণ ও যুব সমাজকে সামাজিক অবক্ষয়, অপসংস্কৃিতিক আগ্রাসন ও মাদকের হাত থেকে খেলাধুলার কোন বিকল্প নই। বর্তমানে ছেলে-মেয়েরা ডিজিটাল পথে আসক্ত হয় মারাত্মক ক্ষতি , মাদককে না বলতে হবে। সমাজকে ৃাদকৃ মাদক মুক্ত করতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কান বিকল্প নই। হাজী ক্যাম্প একাদশের সভাপতি মা. আলী রাজার সভাপতিত্ব উদ্বাধনী অনুষ্ঠান প্রধান অতিথি ছিলন চট্টগ্রাম মহানগর বিএনপির সহ সভাপতি শামসুল আলম কমিশনার, বিশষ অতিথি ছিলন মহানগর যুবদলর সহ-সভাপতি নুর আহমদ গুড্ডু, ফজলুল হক সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মাসুম, খুলশী থানা যুবদলর আহায়ক মা. হলাল হাসন, মাহাম্মদ জাকারিয়া, নগর যুবদলর দপ্তর সম্পাদক মুহাম্মাদ সাগির, নগর ¯^ছাসবক দলর যুগ্ম সম্পাদক জহিরুল হক টুটুল, নগর যুবদলর সহ সাংগঠনিক সম্পাদক মনায়ার হাসন মানিক, পাহাড়তলী থানা যুবদলর সদস্য সচিব শওকত খান রাজু, থানা ¯^ছাসবক দলর আহবায়ক আনিসুজ্জামান টুটুল, পাহাড়তলী বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি সাবির আহমদ সও. থানা যুবদলর যুগ্ম আহায়ক মাবারক মিয়া, ১২ নং সরাইপাড়া ওয়ার্ড যুবদলর সদস্য সচিব রাসল খান, ভলুয়ার দীঘি সমাজর সভাপতি আবু বক্কর সিদ্দিক, সি. সহ সভাপতি মা. আসাদ, সহ সভাপতি শামসুল আলম, হাজী ক্যাম্প একাদশর সাধারণ সম্পাদক ফারুক খান, সি. সহ সভাপতি হারুন বগ, সহ সভাপতি ইসমাইল হাসন, শাহ আলম সালক, সাংগঠনিক সম্পাদক মা. রিয়াজ, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন মুন্সী, অর্থ সম্পাদক আলী জাকর রাজু, দপ্তর সম্পাদক আবু রায়হান, নুরুল আলম, ক্রীড়া সম্পাদক ওয়াসিম আকরাম জিকু, ইমাদ ওয়াসিম, মিনহাজুল আবদীন আফ্রিদি, পাহাড়তলী থানা যুবদলর যুগ্ম আহবায়ক আনায়ার হাসন, দলায়ার হাসন ফরহাদ, মাহাম্মদ আজীমসহ প্রমুখ নতবদ উপ¯িত ছিলন। উদ্বাধনী খলায় উতালা সংঘ ২-০ উইল্ড ব্রাসক পরাজিত কর। উক্ত টুর্নামট মাট ২৪টি দল অংশগ্রহণ করছ।