
চট্টগ্রামের রাউজানে উরকিরচর আলোকিত সংঘের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দুই শতাধিক অসহায় পরিবারে খাদ্য সামগ্রী, গৃহহীন মানুষকে গৃহনির্মাণ সামগ্রী বিতরণ, কৃতি শিক্ষার্থী ও সেরা মানবিক কর্মী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে স্থানীয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রাশেদুল ইসলাম তারেক। সংগঠক গিয়াস উদ্দিন বাপ্পা এর সঞ্চালনায় উদ্বোধক ছিলেন সাংবাদিক আলমগীর সবুজ। প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মনির হোছাইন। প্রধান আলোচক ছিলেন বাউবি’র রাঙ্গামাটি এসআরসি এর সহকারী পরিচালক (অব) মো. রেজাউল করিম। বক্তব্য রাখেন সাংবাদিক এম রমজান আলী, এসএম ইউসুফ উদ্দিন, আনিসুর রহমান প্রমুখ।