
লালমনিরহাটের পাটগ্রাম থেকে আলমগীর শেখ (৩৪) কে ভারতীয় কর্তৃপক্ষ আটক করেছে এবং সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী পোস্ট ও মন্তব্যের কারণে তার ট্যুরিস্ট ভিসা বাতিল করেছে।সোমবার সকালে বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ আহসান হাবীব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।পাটগ্রামের জুম্মা পাড়া এলাকার নুরু শেখের ছেলে আলমগীর শেখ গত ৩ সেপ্টেম্বর ট্যুরিস্ট ভিসায় ভারতে যান।
অভিবাসন পুলিশ সূত্রে জানা গেছে, শেখ ভারতে থাকাকালীন সোশ্যাল মিডিয়ায় লাইভ সম্প্রচারের সময় ভারত বিরোধী সামগ্রী পোস্ট করেছিলেন এবং ভারত বিরোধী মন্তব্য করেছিলেন। এই কার্যকলাপ ভারতীয় নিরাপত্তা কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে, যারা তাকে শনাক্ত করে এবং পরে রবিবার সন্ধ্যায় চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপয়েন্টে তাকে আটক করে। জিজ্ঞাসাবাদের পর ভারতীয় কর্তৃপক্ষ তার ভিসা বাতিল করে তাকে বুড়িমারী ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

শেখের ফেসবুক পোস্টগুলো তার বিতর্কিত বক্তব্য প্রকাশ করে। আগ্রার তাজমহল থেকে একটি লাইভ ভিডিওতে তিনি বলেন, ১৯৭১ সালে ভারত আমাদের অনেক সাহায্য করেছিল এবং আমাদের পাকিস্তান থেকেও আলাদা করেছিল। এখন, আমরা, বাংলাদেশের মানুষ, ভারতকে ভাগ করতে চাই। মণিপুর দীর্ঘজীবী হোক। আমি আমার বাংলা চাই। ফিরপশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসামকে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে।ভারতীয় কর্তৃপক্ষ এই বিবৃতিতে কাজ করে, যার ফলে তাকে আটক ও নির্বাসন দেওয়া হয়।