কক্সবাজারের মহেশখালীতে বাংলাদেশ নৌবাহিনীর
বিশেষ অভিযান চালিয়ে শাহজাহান নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ( ১৭ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি এলাকায় অভিযোগ চালিয়ে থাকে আটক করে।এসময় তার কাছ থেকে একটি গুলাভর্তি শর্টগান ও উদ্ধার করা হয়েছে।
নৌবাহিনীর একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা সূত্রে খবর পেয়ে নৌবাহিনীর একটি দল এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ঘর থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে দেখতে পায়। নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি শর্টগান ও তাজা গুলি পাওয়া যায়।
গ্রেপ্তারকৃত শাহজাহানকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।