
মিয়ানমারের সীমান্ত থেকে গুলি এসে পড়ছে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে। যার কারণে কাল থেকে টেকনাফের স্থলবন্দরের সকল কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে পর পর ৩টি গুলি এসে পড়ে টেকনাফ স্থলবন্দরে।এ-সময় ১টি গুলি স্থলবন্দরের অফিসে এসে পড়লে অফিসের কাচ ভেঙে যায়। ২য় গুলি এসে পড়ে স্থলবন্দরের মালামাল বহনকারী ট্রাকে। অপরটি নারিকেল গাছে এসে লাগে।
টেকনাফ স্থলবন্দরের ব্যবস্থাপক জসিম উদ্দিন জানান, এতে স্থলবন্দরে কর্মরত সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে সবাই স্থলবন্দর থেকে নিরাপদ আশ্রয়ে চলে যায়। আপাতত স্থলবন্দরের সকল কার্যক্রম স্থগিত রয়েছে।
মিয়ানমারের ওপারে তোতারদিয়া দ্বীপে দুই পক্ষের ব্যাপক সংঘর্ষের কারণে গত কয়েকদিন ধরে টেকনাফ স্থলবন্দরসহ সীমান্ত এলাকা গুলি এসে পড়ছে।
