পযর্টন নগরী কক্সবাজারের ইনানী সৈকতে গোসল করতে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এইসময় মুমূর্ষু অবস্থায় সাগর থেকে উদ্ধার করা হয়েছে তার স্ত্রীকে।
মৃত পযর্টক নাফি শাহরিয়ার (৩০) ঢাকার বংশাল থানার ১২/৮ বিকে গাঙ্গুলি এলাকার নুর মোহাম্মদের ছেলে বলে জানা যায়। শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টার সময় উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানী এলাকার হোটেল হোয়াইট কিচেন সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, দুপুরে স্বামী-স্ত্রী মিলে হোয়াইট কিচেন হোটেলের সামনে সৈকতে গোসল করতে যান।গোসলের একপর্যায়ে ভাটার সময় স্রোতের টানে স্বামী-স্ত্রী দুজন ভেসে যেতে থাকেন।
এতে তাদের শোর-চিৎকারে ঘটনাস্থলে উপস্থিত লোকজন স্ত্রীকে উদ্ধার করতে সক্ষম হলেও স্বামী ভেসে গিয়ে নিখোঁজ হন।
একপর্যায় বিকাল পৌনে ৫টার দিকে ইনানী এলাকার হোটেল হোয়াইট কিচেনের সামনের সৈকতে সাগরে নিখোঁজ পর্যটকের মরদেহ ভেসে আসে।
পর্যটকের মরদেহটি উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।