চট্টগ্রাম মহানগরীর দেওয়াজী পুকুর লেইনস্থ শ্রীশ্রী অনুকূল ঠাকুর সৎসঙ্গ আশ্রমে কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক মিহির কান্তি শীলের স্মরণ সভা অনুষ্ঠিত হয়। প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম অখণ্ড মণ্ডলীর সহ-সভাপতি ঝুমুর বৈদ্য। প্রণব কুমার দাশের সঞ্চালনায় প্রয়াতের স্মরণে শোকবই উন্মোচন করেন চবি’র জামাল নজরুল ইসলাম রিসার্স সেন্টারের পরিচালক অধ্যাপক ড. অঞ্জন কুমার চৌধুরী। বক্তব্য রাখেন, নানুপুর লায়লা-কবির কলেজের অধ্যাপক পংকজ দেব অপু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল চন্দ্র নাথ, কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কল্যাণ নাথ, নগেন্দ্রনাথ মহাজন উ: বি: উপদেষ্টা রনজিত কুমার নাথ, কাটিরহাট উ: বি: প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন, স্থপতি সঞ্জিব বড়ুয়া, বাংলাদেশ প্রবর্তক সংঘের সভাপতি ইন্দু নন্দন দত্ত, ধর্মতত্ত্ববিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি উত্তম শর্মা, শংকর মঠ মহানগরের সহ-সভাপতি অজিত কুমার শীল, অখণ্ড মণ্ডলীর সাবেক সহ-সভাপতি মনতোষ মজুমদার, সাবেক সা: স: অধ্যাপক সুভাষ নাথ, প্রয়াতের পুত্র অজয় শীল প্রমূখ। এর আগে অখণ্ডমণ্ডলেশ্বর শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব প্রবর্তিত অখণ্ড বিধিমতে নীরব নামজপ, শ্রাদ্ধানুষ্ঠানের বিশেষ সমবেত উপাসনা, হরিওঁ কীর্তন অনুষ্ঠিত হয়।