কক্সবাজারের টেকনাফে ৭ বছরের শিশু তাহমিনা
হত্যায় জড়িত সন্দেহভাজন দুইজনকে আটক করেছে থানা পুলিশ। টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ ডাঙ্গুরপাড়ায় অভিযান চালিয়ে নুর হাফেজ ও আল কামালকে আটক করা হয়। তারা দু’জন একই এলাকার বাসিন্দা বলে জানা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিনতিনি বলেন, শিশু তাহমিনার হ*ত্যা*কান্ডের
ঘটনার রহস্য উদঘাটন করার তাদের অভিযান চালিয়ে আক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপরাধের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, শিশু তাহমিনা গত শনিবার সকালে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে রাতে বাড়ির সামনে শিশুটির বস্তাবন্দি মর*দেহ দেখে থানায় খবর দিলে পুলিশ তা উদ্ধার করে।