
চট্টগ্রমের মিরসরাইয়ের মঘাদিয়া ইউনিয়নের খোরমাওয়ালা গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছে শিশু ও নারী সহ ৪ জন। গুরুতর আহত রেজাউল করিম খোকন বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন ।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের খোওমাওয়ালা পূর্বপাড়া গ্রামে কতিপয় হামলাকারীর আঘাতে রেন্ট এ কার ব্যবসায়ী রেজাউল করিম খোকন ( ৪১), তার বৃৃদ্ধা মা বিবি আমেনা ( ৬৫), সালমা আক্তার ( ৩২), অয়ন ( ১) সহ ৪জন আহত হয়। এক পর্যায়ে এলাকাবাসী তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা সদরস্থ সেবা আধুনিক হাসপাতাল ও পরে চমেক নিয়ে যায়।
এই বিষয়ে মীরসরাই থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের বলেন আমরা সকল অন্যায় ও অপরাধের বিচার অবশ্যই সুনিশ্চিত করবো। উক্ত ঘটনার ও লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করবো।
হামলার বিষয়ে আহত বিবি আমেনা ( ৬৫) বলেন হামলাকারীরা দা ছুরি লাঠি ও মাত্তুল নিয়ে অতর্কিত হামলা করে আমার ওরা আমার একমাত্র ছেলে খোকনকে কুপিয়ে এতো জখম করেছে যে তাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করাতে হয়েছে । তিনি আরো বলেন, কিছু দুস্কৃতিকারী দীর্ঘদিন থেকে আমাদের সাথে শক্রতা পোষন করে আসছিল। এখন দেশের সৃষ্ট পরিস্থিতির সুযোগে তাদের উপর এমন ঘৃণ্য হামলা।












