ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া গোপালপুর গ্রামের ভুল্লী নদীতে গোসল করতে গিয়ে বজ্রপাতে ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। স্থানীয় এলাকাবাসী জানান, ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল তিন টার দিকে চার পাঁচ জন ছেলে ক্রিকেট খেলার পর ভুল্লী নদীতে গোসল করতে নামে এমন সময়ে আকাশে বৃষ্টি ও বজ্রপাত হলে আরিফুল ইসলাম (১৫), পিতা, দুলাল ইসলাম এবং মনির হোসেন (১৪), পিতা, নজরুল ইসলাম উভয়ের বাড়ি ঠাকুরগাঁও ভুল্লী থানার ১৮ নং শুখান পুখরী ইউনিয়নের লাউথুতি হক পাড়া গ্রামে তারা দু জনেই ঘটনা স্থলে মারা যায়। স্থানীয়রা গড়েয়া দেওয়ানি বাজারের পূর্ব পাশে ইটালি মুন্সির বাড়ির পার্শ্ববর্তী ভুল্লী নদী থেকে তাদের লাশ সহ পাঁচ জন কে উদ্ধার করেন।
আহতরা হলেন, ফারুক ইসলাম (১৫) পিতা, হাফিজুর ইসলাম। ফজিলা (৩৫),স্বামী বরকত আলী। ফরিদ (১৭) পিতা, ইউসুব আলী। ৩ জনের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গড়েয়া গোপালপুর গ্রামে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জরুরী চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠান।
এ বিষয় ঠাকুরগাঁও সদর থানার ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।