সিলেটের বিশিষ্ট সাংবাদিক, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, বালাগঞ্জ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, গবেষক, গীতিকার, কবি মহিউদ্দিন শীরুর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বালাগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আমির আলীর পরিচালনায় সভায় বক্তৃতা করেন সিনিয়র সহ-সভাপতি শাহাব উদ্দিন শাহীন, সহ-সাধারণ সম্পাদক হেলাল আহমদ, অর্থ সম্পাদক শুয়াইবুর রহমান খান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শাহজাহান গাজী, সদস্য রোটারিয়ান কবির আহমদ, সদস্য আতাউর রহমান কাওছার প্রমুখ।