দেশ সেরা ব্যাংক হিসেবে স্বীকৃতি প্রাপ্ত ইসলামী ব্যাংক এর আলকরা বাজার আউটলেট-৩৩৯/১০ আয়োজিত গ্রাহক সুধি সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। গ্রাহক আস্হায় ফিরবে দিন, দেশ গড়ায় অংশ নিন । এই শ্লোগানে গ্রাহক সেবা মাস আয়োজনে ২৫ শে সেপ্টেম্বর শনিবার আলকরা বাজার আউটলেট ৩৩৯/১০ শাখা কতৃক আয়োজিত অনুস্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির,কলেজ রোড শাখা প্রধান জনাব মো : ওবায়েদ উল্ল্যাহ, এফএভিপি। আলকরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কতুব উদ্দিনের সভাপতিত্বে অনুস্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলকরা প্রাইমারী স্কুলের সিনিয়র শিক্ষক মো: সেলিম মিয়া । আরো বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক ফেনী কলেজ রোড় শাখার অফিসার কায়ছার হামিদ,শাহাদাত হোসেন রাশেদ সহ আলকরা বাজার আউলেট শাখা ইনচার্জ মোশারফ হোসেন ( উল্লাস) ক্যাশ ইনচার্জ আব্দুল আব্বাস রাসেল। ক্যাশ অফিসার শাহাদাত হোসেন অফিস সহকারী ইমতিয়াজ আহমেদ। আলকরা বাজার কমিটির সহ সভাপতি ডাঃ খোন্দকার মমিনুল ইসলাম। আলকরা ইউনিয়ন ইমাম পরিষদ সভাপতি মাওলানা নুরুল হুুদা। বিশিষ্ট ব্যবসায়ী কাজী মোঃ শফিকুর রহমান আরো উপস্থিত ছিলেন রাজ সুপার মার্কেটের মালিক আলী হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তি বর্গ ও গ্রাহক বৃন্দ।।