বগুড়ার শীর্ষ সন্ত্রাসী সাগর তালুকদার ওরফে টোকাই সাগর ও তার সহযোগী স্বপন হত্যাকাণ্ডে জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামিরা হলেন- শাজাহানপুর উপজেলার সাবরুল বাগিনাপাড়া এলাকার আব্দুল হামিদ কারিমুল্লাহর ছেলে মোঃ জলিল এবং একই এলাকার ঠাণ্ডুর ছেলে মোঃ সাগর। এদের মধ্যে সাগর হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছেন।
মঙ্গলবার সন্ধ্যা সারে সাতটার দিকে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।