রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ৯ জন। ভর্তি হওয়া সকলেই নেপালের নাগরিক। এছাড়া এ বছর স্নাতকোত্তরে ৬ জন ও পিএইচডি করতে ৩ জন বিদেশি শিক্ষার্থীকে ভর্তির সুযোগ পেয়েছেন। এ নিয়ে এই শিক্ষাবর্ষে ভর্তি হয়েছেন মোট ১৮ জন বিদেশী শিক্ষার্থী। বর্তমানে রাবিতে অধ্যয়নরত মোট বিদেশী শিক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ জনে।এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অফিস শাখার সেকশন অফিসার শামসুল আলম।