মেহেরপুরে অন্যকে ফাঁসাতে গিয়ে রাশেদুল ইসলাম (৪৬) নামের এক ব্যক্তি র্যাবের আটক হয়েছে। এ সময় ১টি ওয়ান শাটারগান ও ১টি হাঁসুয়া উদ্ধার করা হয়। রাসেদুল গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের জুগিন্দা গ্রামের মৃত কুদরত উল্লাহ ওরফে ভাদু মীরের ছেলে। গত মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২টার দিকে র্যাব-১২ এর মেহেরপুর ক্যাম্পের সদস্যরা নিজ গ্রাম থেকে তাকে অস্ত্রসহ আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১২ এর মেহেরপুর ক্যাম্প কমান্ডার ও সহকারী পুলিশ সুপার এনামুল হক। তিনি জানান, পূর্ব শত্রুতার জেরে রাশেদুল ইসলাম জুগিন্দা গ্রামের মৃত হানিফ শেখের ছেলে আব্দুল আলীম শেখকে ফাঁসানোর জন্য তার বসতঘরের দক্ষিণ পাশে রান্না ঘরের ভিতরে ১টি শাটারগান ও ১টি হাঁসুয়া লুকিয়ে রাখে। আটককৃতকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।