চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৩ দালালকে আটক করেছে পাঁচলাইশ থানা পুলিশ। আজ সোমবার (৭ অক্টোবর) দুপুর ১২ টার দিকে চমেক হাসপাতালের ১৩নং মেডিসিন ওয়ার্ড ও ১৫নং রেডিওলজি ওয়ার্ড পুরাতন ভবন থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, নগরীর বায়েজিদ মাঝের ঘোনা এলাকার রতন সরকারের ছেলে ইমন সরকার (২৫), বাঁশখালী জলদি এলাকার রশিদ আহমদের ছেলে মিজানুর রহমান (২৯) ও আনোয়ারা থানাধীন বৈরাগ চাতরি এলাকার মোহাম্মদ কামাল উদ্দিনের ছেলে মহিউদ্দিন (৩০)। আটকের বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) সোলায়মান জানান, আটকৃতদের আইনগত ব্যবস্থা সাপেক্ষে আদালতে সোপর্দ করা হয়েছে। আমাদের এমন অভিযান অব্যাবহ থাকবে। এর আগে গতকাল রোববার কার্তিক দত্ত (৪০) ও উত্তম দাশ (৪৮) নামে হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে আরও দুই দালালকে আটক করা হয়।