কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মোহাম্মদ আজমাইন নামের এক স্কুলছাত্রের মর'দেহ উদ্ধার করা হয়েছে।সোমবার ( ৭ অক্টোবর) সকাল ৮ টায় কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্ট গোসল করতে নেমে এ ঘটনা ঘটে।স্হানীয়'রা জানান, দুপুর ১২টায় বীচকর্মী ও লাইফ গার্ডের সহায়তায় সমিতি পাড়া থেকে আজমাইনের লা'শ উদ্ধার করা হয়।তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে গেলে কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।
লাইফগার্ড ওসমান বলেন, সকালে সৈকতের শৈবাল পয়েন্টে মোহাম্মদ আসমাইনসহ ৬ বন্ধু মিলে সাগরে গোসল করতে নামেন। এক পর্যায়ে স্রোতের টানে তিনজনই ভেসে যায়। এ সময় সেখানে উপস্থিত অন্য বন্ধুদের চিৎকারে স্থানীয় লাইফগার্ড কর্মীরা তাদের উদ্ধারে নামেন। এতে দুইজনকে মুমূর্ষাবস্থায় উদ্ধার করতে সক্ষম হলেও আসমাইন স্রোতে ভেসে যায়। পরে সাগরের বিভিন্ন পয়েন্টে খোঁজ নিয়েও তার সন্ধান পাওয়া যায়নি।পরে ১২ টাই সমিতি পাড়ায় আজমাইনের মর'দেহ ভেসে উঠে।
নিহত আসমাইন শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া করিমুল হকের ছেলে এবং কক্সবাজার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর ছাত্র।