চট্টগ্রাম মহানগরীর চাঞ্চল্যকর সাকিব হত্যা মামলার ৪ আসামিকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা। রোববার রাতে মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোমবার খবর বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। এর আগে গত ১৯ বাকলিয়া থানাধীন এক্সেস রোড এলাকা থেকে অভিযান চালিয়ে সাকিব হত্যা মামলার প্রধান আসামি মো. করিমকে গ্রেফতার করেছিল র্যাব-৭। গ্রেফতার চারজন হলেন- মো.বাদশা (৩৬), মো. তৈয়ব (৪০), মো. নাঈম (২৭) এবং মো. ইমু (২৮)।
র্যাব জানায়, নিহত ভিকটিম মো. সাকিব (১৮) চট্টগ্রাম নগরীর কালা বাজার এলাকার ফিরোজা বেগমের ছেলে। ভিকটিমের সাথে প্রতিবেশী করিমের সঙ্গে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন গত ৫ আগস্ট রাতে বাসা থেকে ডেকে ওই এলাকার আমিনের দোকানে নিয়ে গিয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ২০ জনের একটি দল তাকে দেশীয় অস্ত্র, লোহার রড দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এরপর ৬ আগস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাকিবের মৃত্যু হয়। পরে সাকিবের মা ফিরোজা বেগম বাদী হয়ে নগরীর বাকলিয়া থানায় ১৫ জনের নাম উল্লেখ করে আরও ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন।