
বাংলাদেশে কমিউনিটি চক্ষু স্বাস্থ্যসেবায় এনজিও চক্ষু হাসপাতালের ভূমিকা’ শীর্ষক কর্মশালা সম্পন্ন হয়েছে। দিনব্যাপী পাহাড়তলীস্থ চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র (সিইআইটিসি) এর ইমরান সেমিনার হলে উক্ত কমিউনিটি চক্ষু স্বাস্থ্য কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ১৪টি এনজিও চক্ষু হাসপাতাল ও ইনস্টিটিউটের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহন করেন। কর্মশালায় চক্ষু স্বাস্থ্যসেবা, হাসপাতাল নির্মাণ, দক্ষ চিকিৎসক, বিভিন্ন স্তরের প্রশিক্ষিত জনবলের বিষয়ে উপস্থাপন করেন কমিউনিটি অপথালমোলজির প্রবক্তা, সিইআইটিসি’র ম্যানেজিং ট্রাস্টি, আন্তর্জাতিক চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রবিউল হোসেন।
এর আগে হাসপাতালের এসোসিয়েট কনসালটেন্ট ডা. মো. আমিনুর রহমানের কোরআন তেলওয়াতের মাধ্যমে কর্মশালার সূচনা হয়। স্বাগত বক্তব্য রাখেন সিইআইটিসি’র মেডিকেল ডিরেক্টর ও কর্মশালার আহবায়ক সিনিয়র কনসালটেন্ট ডা. রাজীব হোসেন। এছাড়া কর্মশালার তাৎপর্য, দিকনির্দেশনা তুলে ধরেন প্রোগ্রাম সমন্বয়কারী ও আইসিও এর অধ্যপক ডা. মোহাম্মদ মুনিরুজ্জামান ওসমানী।
কর্মশালায় বাংলাদেশে বর্তমান চক্ষু চিকিৎসাসেবার অবস্থান এবং কার্যক্রম তুলে ধরেন ময়মনসিংহের ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের সমন্বয়ক ও কর্মশালার প্রস্তুতি কমিটির সদস্য শরিফুজ্জামান পরাগ। এছাড়া ১৪টি এনজিও চক্ষু হাসপাতালের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা কর্মশালার তাৎপর্য তুলে ধরেন। এরপর আইসিও এবং সিইআইটিসি’র নতুন ক্লিনিক্যাল একাডেমিক ভবন পরিদর্শন করেন। দুপুর আড়াইটায় কর্মশালার দ্বিতীয় পর্বে প্রতিনিধিগণ সন্বিলিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করার পাশাপাশি একটি আহবায়ক কমিটি গঠন করেন। কর্মশালায় কমিউনিটি পর্যায়ে চক্ষু চিকিৎসাসেবা আরো সম্প্যসারিত করার উদ্যোগ নেন। বক্তারা বলেন, ভবিষ্যতে মানসম্পন্ন ব্যবস্থাপনার মাধ্যমে এনজিও হাসপাতাল এবং কমিউনিটি পর্যায়ে চিকিৎসেবা পৌঁছার লক্ষ্যে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। কর্মশালার সমাপণী বক্তব্য রাখেন চক্ষু হাসপাতালের চীফ কনসালটেন্ট ডা. নাসিমুল গণি চৌধুরী।