
বগুড়া জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় ডিবি, বগুড়ার ইনচার্জ এর নেতৃত্বে অভিযানে চকফরিদ এলাকার শান্ত মার্ডারের ১ জন আসামি গ্রেফতার করে ডিবি পুলিশ।
গত ২ মার্চ ২০২৪ তারিখ বিকাল ২ ঘটিকার সময় আজাহারুল ইসলাম শান্তকে বগুড়া সদর থানাধীন চকফরিদ মহল্লার এতিম খানা রোডের মোস্তফা লজ-এর সামনে পাকা রাস্তার উপর একা পাইয়া পূর্ব শত্রুতার জের ধরে অতর্কিতভাবে ধারালো অস্ত্রধারা এলোপাথাড়ী ভাবে রক্তাক্ত জখম করে শান্তর মৃত্যু নিশ্চিত করিয়া ঘটনাস্থল হতে পালাইয়া যায়। এ সংক্রান্তে বগুড়া সদর থানার এফআইআর নং-৪ পরবর্তীতে বগুড়া ডিবির একটি টিম ১০ অক্টেবর ২০২৪ রাত দেড় টায় আসামীর নিজ বসত বাড়ী হইতে মোঃ মেহেদী হাসান (২৪), পিতা মৃত গাজীবুর রহমান, মাতা মোছাঃ মালেকা বেওয়া, সাং-চকফরিদ মুন্সীপাড়া, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়াকে গ্রেফতার করে।