গগন ছেয়েছে কালো মেঘে,
জানি আসবে বরষা।
ছুটছে মানুষ, পশু-পাখি,
খোঁজে ছত্রাকীয় বাসা।
ঝম ঝম সুরে বৃষ্টি শুনে,
ভরে যায় শত প্রাণ!
সব দুরাশায় আনন্দ বিরাজে,
যেন বরষার অভ্যুত্থান।
বন্দী বেশে বরষা দেখে,
মিশেনি যারা সুখে,
আছে তার কত লুকানো কষ্ট,
বলতে পারে নি মুখে।
দেখো বৃক্ষরাজি! দেখো কত ফুল!
চির উন্নত বরষা দেখে!
যেন প্রশান্তির তার প্রতিটি ফোঁটা,
সারা গতরে আছে মেখে।
আরো দেখো কত মানুষ সকল,
ব্যতিক্রমী এই ধারায়,
কেউ বা ছুঁয়ে পায় স্বর্গীয় সুখ,
কেউ বৃষ্টিকাব্যে হারায়।
বৃষ্টি এসে ধুয়ে যায় জরা,
নিয়ে যায় সব দুঃখ।
এই প্রবাহে মন ভিজে আজ,
ভরে যাক সব বুক!
বৃষ্টি শেষে সকল দেশে,
দেখি নতুনের গান।
অতীতের সব গ্লানি ধুয়ে,
হোক সত্যের উত্থান!